Monday 12 June 2017

“ড. শিব শক্তি নামক কাল্পনিক চরিত্র ! একটি ইসলামিক তাকিয়ার নমুনা”

                               




   “ সম্মানিত পাঠকগণ আপনারা হয়তো অনলাইনে বহু ইসলামিক গ্রুপ , পেজ এসব স্থানে এই শিবশক্তি সরূপজী (ইসলামুল হক)  নামক একজন কথিত ধর্মগুরু এর ইসলাম গ্রহন নিয়ে কিচ্ছাকাহিনী ঢাকঢোল পিটিয়ে প্রচার হতে নিশ্চয় দেখেছেন , আশ্চর্যজনক বিষয় যে তার কোনো প্রমাণ তারা উপস্থাপন করতে আজও পারেনি ৷৷”

       “ সেটি পড়ে হয়ত সত্যি বলে ধরে নিয়েছেন , এই আর্টিকেলে সেই দাবির পোস্টমর্টেম করা হবে প্রমাণ সহিত  ৷৷

   ★ প্রথমে আপনাদের অবগতির জন্য এই অপপ্রচারে ব্যবহারকৃৃত ব্যাক্তির ছবিটি দেখানো যাক :-

     

কিছু প্রশ্নের অবতারনা করা যাক :- 


  ১॰ ছবিতে আপনি যাকে দেখছেন ইনি সত্যিই শিবশক্তি ?

  ২॰ ড. শিবশক্তি নামে বাস্তবে কেউ আছেন না ছিলেন ? যা মুসলিমরা বছর বছর ধরে প্রচার করছে !! 

★ আসুন এবার প্রশ্নগুলোর উত্তর খোঁঁজা যাক প্রমাণের সহিত ৷
  
      প্রথমে চলুন শিবশক্তি নামে ব্যবহারকৃৃত উক্ত ব্যাক্তির একক একটি ছবিতে লক্ষ্য করা যাক , ছবির সূত্র ধরে বাস্তবে তার পরিচয় বের করা হবে -



      …পাঠক লক্ষ্য করুন উপরের ছবিটি , এবার দুটো ছবিতে থাকা ব্যাক্তি চেহারা মিলান , কি দুটো একই ব্যাক্তি ধরতে পারলেন ?

  যেহেতু দুজনেই একই ব্যক্তি , তাই ব্যাক্তিটির পরিচয় যদি শিবশক্তি না হয় তাহলে প্রমাণ হয়ে যায় যে শিবশক্তি নামক কারো অস্তিত্ব নেই ৷৷ 

★এবার সত্যিকারে ব্যাক্তিটি কে জানা যাক :-

      “ দুই ছবির ব্যাক্তি কিন্তু একজনই এবং তিনি হলে ব্রিটিশ পপ গায়ক ক্যাট স্টিভেন ( Cat Stevens ) ৷ প্রমাণ স্বরুপ ক্যাট স্টিভেন এর একটি ইউটিউব গানের লিংক ও ক্যাট স্টিভেন Wikipedia biography লিংক যুক্ত করা হল ৷ ”

   ★তথ্য প্রমাণ :- 


    ★ যথার্থ তথ্যপ্রমাণের প্রেক্ষিতে এটি প্রমাণিত হল যে ড. শিবশক্তি নামক চরিত্রটি একটি কাল্পনিক অতএব এই নামে কোনো ব্যক্তির অস্তিত্ব নেই ৷ এটি শুধু মাত্র কপট ইসলামিস্টদের কপটতামাত্র , যাতে হিন্দুদের ব্রেইনওয়াশ করা যায় ৷ এখন এটা পড়ার পর কতিপয় মুসলিম যদি এসে দাবি করে যে শিবশক্তি বলে কেউ আছে !! … বেশ , তবে তাদের চ্যালেন্জ দিয়ে বলতে চাই “ আপনারা "ড. শিবশক্তি " নামে কেউ আছে তার প্রমাণ দিন বিশ্বস্ত সূত্র থেকে ৷ যদি না পারেন তবে উক্ত অপপ্রচার যে সম্পূর্ণ তাকিয়াবাজি তা বার বার প্রমাণ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ৷


    ★ সবচেয়ে আশ্চর্যজনক হল ইসলামিক ব্লগে দেখবেন এনার নামের সাথে নানা ডিগ্রী লাগিয়ে এই ডাহা মিথ্যা জোরকদমে প্রচার করা হচ্ছে , এতে বুঝা যায় মুসলিমরা ধর্ম প্রচার এ কত নিচে নামতে পারে ৷  


  ✔ সবর্শেষে আপনাদের নিকট অনুরোধ নিজে জানুন ও সবার কাছে শেয়ার করে সচেতনতা গড়ে তুলুন এই মিথ্যাচারের বিরুদ্ধে ৷ 

No comments:

Post a Comment

“ড. শিব শক্তি নামক কাল্পনিক চরিত্র ! একটি ইসলামিক তাকিয়ার নমুনা”

                                ॐ    “ সম্মানিত পাঠক গণ আপনারা হয়তো অনলাইনে বহু ইসলামিক গ্রুপ , পেজ এসব স্থানে এই শিবশক্তি সরূপজী...

সব্বোর্চবার পঠিত