Monday 12 June 2017

“ইসলাম ধর্ম ত্যাগ করে যুবক বয়সেই সনাতনধর্ম গ্রহনকারী এক সাহিত্যিকের জীবনী পড়ুন”

* ওঁঁ তৎ সৎ *


                     
      ☝ ছবিতে যাকে দেখছেন তিনি হলেন  “মোহাম্মদ আনোয়ার শেখ” , জন্মগ্রহন করেন ১৯২৮ সালের ১ জুন , বর্তমান পাকিস্থানের একটি সুন্নি মুসলিম পরিবারে ৷ তিনি বলেছিলেন তাঁঁর মা কোরানের একটি বড় অংশ মুখস্ত বলতে পারতেন অর্থাৎ হাফেজা ছিলেন ৷ এ থেকে বুঝা যায় যে তাঁঁর পরিবার বেশ ধর্মপ্রাণ মুসলিম ছিলেন ৷

  নিম্মের বিবরণগুলি সম্পূর্ণ ওনার জীবনী থেকে নেয়া :- 

     → তিনি স্বীকার করেন কিশোর বয়সেই মুসলিম হিসেবে দৃৃঢ় মনোভাব সম্পন্ন ছিলেন, যেহেতু ১৯৪৭ এর ভারত উপমহাদেশ বিভাগের সময় ঘটে যাওয়া হিন্দু-মুসলিম-শিখ সাম্প্রদায়িক দাঙ্গার "মোহাম্মদ শেখ" মুসলিম উগ্রবাদীদের সাথে একাত্ততা প্রকাশ করে হিন্দু , শিখ হত্যার বর্বর কাজে লিপ্ত হন অন্যান্য মুসলিমদের মত!   তিনি স্বীকার করেন যে- দাঙ্গার প্রথম দিনই তিনি দুইজন শিখকে হত্যা করেন যারা উভয়ই ছিল সম্পর্কে পিতা-পুত্র ৷ ঘটনার কিছু দিন পরই আরেক শিখকে সে হত্যা করে!
      
   ★ইসলামধর্ম ত্যাগ :-  যখন তিনি ২৫ বছরের যুবকে পরিণত হন , তার মনে ইসলাম ধর্ম সম্পর্কে সন্দেহ বাড়তে থাকে , একপর্যায়ে ইসলাম সম্পর্কে তার ধারণা এতই খারাপ হতে থাকে যে তিনি ইসলামের ঘোরতর বিরোধীতা করা শুরু করে ৷ তখন থেকে তার অন্তরে ১৯৪৭ সালে বিধর্মীদের উপর তার বর্বর হত্যাকান্ডের স্মৃৃতি তাকে ভিতর থেকে অনুশুচনায় বিদ্ধ করতে থাকে !

      →  একসময় তিনি যুক্তরাজ্য তে অভিবাসী হিসেবে প্রবেশ করে কষ্টকর এক জীবন শুরু করেন , এর কিছু পর একসময় যুক্তরাজ্যের ওয়েলস(Wales) এর এক মহিলাকে বিয়ে করে সফল ব্যবসায়ী বনে যান ৷

   ★সনাতনধর্ম গ্রহন:-  আনোয়ার শেখ জীবনের গুরুত্বপূর্ণ সময়ে সত্য মানবতার ধর্ম সনাতনধর্ম গ্রহন করেন এবং নাম পরির্বতন করে রাখেন  "অনিরুদ্ধ জ্ঞানশিখা "৷ তারপর থেকে সনাতনধর্মের প্রধান ধর্মগ্রন্হ পবিত্র বেদ ও শ্রীমদ্ভাগবতগীতা পাঠ করে তিনি জীবনের আসল উদ্দেশ্য খুঁঁজে পান ও নতুন জীবন শুরু করেন ৷ এই খবর পাকিস্তানে প্রকাশিত হওয়ার পরপরই সেখানের ১৪জন আলেম মিলে তার বিরুদ্ধে ফতোয়া জারি করে এই অজুহাতে যে -তিনি ইসলামধর্ম কে নিচু করেছেন ইসলাম ধর্ম ত্যাগ করে , ঘটনাটি ১৯৯৫ সালের ৷
      …ফতোয়ার খবর তিনি পাওয়া মাত্রই চলে যান ওয়েলস এর কারর্ডিলফ শহরে স্ত্রীসহ প্রাণবাঁঁচাতে! মৃৃর্ত্যু আগ পর্যন্ত ওয়েলস এই বসবাস করেছিলেন , ইসলামের অসহিষ্ণুতা , বর্বরতার বিরুদ্ধে শেষ প্রাণ থাকা পর্যন্ত প্রচুর বই লিখে গেছেন ৷ ৷ তিনি ইসলামের বির্ধমীর উপর বর্বরতা ও আরবীয় ফেসিস্ট মনোভাব নিয়ে ৫ টির অধিক বই লিখে গেছেন ! তার মৃৃর্ত্যু হয় ২০০৬ সালের নভেম্বর মাসের ২৫ তারিখে, মৃৃর্ত্যুর সময় বয়স হয়েছিল ৭৮ বছর  ৷  

★অনিরুদ্ধ জ্ঞানশিখা(আনোয়ার শেখ) লিখিত মূল্যবান বইগুলি হলো :-

             1॰ Islam: The Arab Imperialism , Cardiff, Principality, 1998.
            2॰ The Vedic Civilization
            3॰ Apostasy in Islam
            4॰ Criticism of Islam
            5॰ List of former Muslims
            6॰ Religious conversion
            7॰ Why Muslims destroy Temples

    ... তার সেই লিখিত বই গুলো তৎকালীন লন্ডনের বেশ পরিচিত লেখক তারিক আলি স্বীকৃৃতি দেন এবং “অনিরূদ্ধ জ্ঞানশিখা” এর উদ্দেশ্যে সহর্মমিতা জানিয়ে তারিক আলি তার একটি সাহিত্য বই “অনিরুদ্ধ জ্ঞানশিখার” নামে উৎসর্গ করেন ৷ “তারিক আলি উল্লেখ করেন তখনকার যুক্তরাজ্যের প্রগতিশীল মুক্তমনা মুসলিমদের মাঝে "অনিরূদ্ধ জ্ঞান"  খুব বিখ্যাত হয়েছিলেন৷

সবর্শেষে " অনিরূদ্ধ জ্ঞান " স্যারের বিদেহী আত্মার সদগতি কামনা করি ৷ দিব্যং লোকন্ স্ব গচ্ছতুঃ 
   
 তথ্যপ্রমাণ:- https://en.m.wikipedia.org/wiki/Anwar_Shaikh

                     লেখক - " দীনবন্ধু " 

No comments:

Post a Comment

“ড. শিব শক্তি নামক কাল্পনিক চরিত্র ! একটি ইসলামিক তাকিয়ার নমুনা”

                                ॐ    “ সম্মানিত পাঠক গণ আপনারা হয়তো অনলাইনে বহু ইসলামিক গ্রুপ , পেজ এসব স্থানে এই শিবশক্তি সরূপজী...

সব্বোর্চবার পঠিত